রাজশাহী মহানগর, খুলনা মহানগর ও নাটোর জেলার মহিলা দলের কমিটি ঘোষণা
জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদিকা সুলতানা আহমেদ এসব কমিটি অনুমোদন করেন
প্রথম নিউজ, ঢাকা: জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী মহানগর, খুলনা মহানগর ও নাটোর জেলা শাখার কার্যকরী কমিটি অনুমোদন করা হয়েছে।
জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদিকা সুলতানা আহমেদ এসব কমিটি অনুমোদন করেন। আজ শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,অ্যাডভোকেট রওশন আরা পপিকে সভাপতি এবং সাকিনা খাতুন (খুকু)-কে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী মহানগর শাখার ১২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি; সৈয়দা রেহানা ঈসাকে সভাপতি এবং আনজিরা খাতুনকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী মহিলা দল খুলনা মহানগর শাখার ১৯১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি; বেগম সুফিয়া হক-কে সভাপতি এবং মোর্শেদা বেগম রুপালীকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী মহিলা দল নাটোর জেলা শাখার ৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি অনুমোদন করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: