কমিশন মেরুদণ্ড সোজা করে নির্বাচন করতে পারবে না: আফরোজা আব্বাস

তিনি বলেন, বিএনপির সঙ্গে আওয়ামী লীগ যুদ্ধ করছে না। প্রশাসনকে দিয়ে বিএনপির সঙ্গে যুদ্ধ করাচ্ছে। প্রশাসন এখন বিএনপির মুখোমুখি এসে দাঁড়িয়েছে।

কমিশন মেরুদণ্ড সোজা করে নির্বাচন করতে পারবে না: আফরোজা আব্বাস

প্রথম নিউজ, সুনামগঞ্জ: বর্তমান সরকারের আমলে কোনো নির্বাচন কমিশন মেরুদণ্ড সোজা করে নির্বাচন করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সংসদের সভাপতি আফরোজা আব্বাস।

আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সুনামগঞ্জ জেলা শাখার কর্মী সম্মেলন শেষে তিনি এ মন্তব্য করেন।

আফরোজা আব্বাস বলেন, এ আওয়ামী লীগ সরকারের আমলে যত নির্বাচন কমিশন আসুক কোনো নির্বাচন কখনো সুষ্ঠু হবে না। কারণ কোনো কমিশন মেরুদণ্ড সোজা করে নির্বাচন করতে পারবে না। তারা সরকারের আজ্ঞাবহ হয়ে থাকবে। সরকারের নিয়ম অনুযায়ী পরের দিনের ভোট আগের দিন রাতে হয়ে যাবে। সুতরাং কোনো নির্বাচন কমিশনের ওপর আমাদের আস্থা নেই এ সরকারের অধীনে। আমরা কোনো নির্বাচন কমিশন চাই না। আমরা চাই নিরপেক্ষ একটা নির্বাচনের ব্যবস্থা এবং সেটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। যে ভোট গ্রহণে দেশের প্রত্যেকটা মানুষ তার নিজের ভোট নিজে প্রয়োগ করতে পারবে।

তিনি আরও বলেন, বিএনপির সঙ্গে আওয়ামী লীগ যুদ্ধ করছে না। প্রশাসনকে দিয়ে বিএনপির সঙ্গে যুদ্ধ করাচ্ছে। প্রশাসন এখন বিএনপির মুখোমুখি এসে দাঁড়িয়েছে।