মুন্নার মুক্তি দাবিতে গাজীপুরে যুবদলের বিক্ষোভ
যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাসহ সব রাজবন্দিদের মুক্তির দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।
প্রথম নিউজ,গাজীপুর: যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাসহ সব রাজবন্দিদের মুক্তির দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের প্রাণকেন্দ্র জয়দেবপুরে জেলা যুবদলের আহবায়ক আতাউর রহমান মোল্লা ও সদস্য এডভোকেট রফিকুল ইসলামের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল করেন যুবদলের নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন পয়েন্ট পদক্ষিন করে। এতে বক্তব্য দিতে গিয়ে আতাউর মোল্লা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাসহ সব রাজবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবির করেন। তিনি বলেন, একজন মুন্নাকে বন্দি করে আন্দোলন থামানো যাবে না। এখন ঘরে ঘরে মুন্নারা প্রতিবাদের ঝড় তুলবে। আমরা মানুষের ভোটাধিকার রক্ষায় রাজপথেআন্দোলন-সংগ্রাম করছি। অবিলম্বে নেতাদের মুক্তি দিতে হবে।
এ সময় জেলা যুবদল, বিভিন্ন থানা ও পৌরসভা যুবদলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এতে অংশ নেন। অপরদিকে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না'র গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগর যুবদলের উদ্যোগে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু।