লৌহজংয়ে মহিলা দলের কমীসভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের লৌহজং উপজেলা শাখার কর্মী সভা আজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সালাম আজাদ।

প্রথম নিউজ, মুন্সিগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের লৌহজং উপজেলা শাখার কর্মী সভা আজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ শাহজাহান খান, সদস্য সচিব আলহাজ হাবিবুর রহমান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রহিমা শিকদার, মহিলা দলের নেত্রী শাহিদা মির্জা পাশু, বিউটি আক্তার তিশা। অনুষ্ঠনে সভাপত্বি করেন উপজেলা মহিলা দলের আহবায়ক রোকেয়া বেগম, পরিচালনা করেন সদস্য সচিব আলেয়া বেগম আলো।
অনুষ্ঠানে আব্দুস সালাম আজাদ বলেন, বর্তমান নিশিরাতের সরকারের বিরুদ্ধে মানুষ রাজপথে লড়াই করছে। এ লড়াইয়ে বিজয় আসবেই। অচিরেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। বেগম খালেদা জিয়ার মুক্তি মিলবে। বর্তমানে মানুষের অধিকার আদায়ে যে আন্দোন চলছে তাতে মহিলা দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের রাজপথে থাকার আহবান জানান তিনি।