ভাষা শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা
অমর একুশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৫২’র ভাষা আন্দোলনে শহীদদের মাজারে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি।
প্রথম নিউজ,ঢাকা: অমর একুশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৫২’র ভাষা আন্দোলনে শহীদদের মাজারে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি। এতে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে কালো ব্যাজ বুকে ধারণ করে নীলক্ষেত বলাকা সিনেমা হলের সামনে থেকে আজিমপুর কবরস্থানে ভাষাশহীদদের মাজার জিয়ারত করেন। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে যান নেতাকর্মীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির নেতৃবৃন্দ।
দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিন বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান ও আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব,যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ, যুবলের সভাপতি সুলতান সালা উদ্দিন টুকু, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্বপাদক ডা: রফিকুল ইসলাম, সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরি এ্যানি, সেলিম রেজা হাবিব, নাজিম উদ্দিন আলম, হেলেন জেরিন খান,,যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ বিএনপি,যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী কর্মসুচিতে অংশ নেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: