বিমানবন্দরে নেমে যা বললেন হাথুরুসিংহে
বিমানবন্দরে সাংবাদিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গাড়ি গেট দিয়ে বের হওয়ার সময় ঘিরে ধরেন তারা। চান্দিকা হাথুরুসিংহেকে গাড়ি থামাতেও হলো শেষ অবধি।
প্রথম নিউজ ডেস্ক:বিমানবন্দরে সাংবাদিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গাড়ি গেট দিয়ে বের হওয়ার সময় ঘিরে ধরেন তারা। চান্দিকা হাথুরুসিংহেকে গাড়ি থামাতেও হলো শেষ অবধি। ভেতরে থেকেই গাড়ির জানালা খুলে এই শ্রীলংকান কোচ বললেন, ‘ফিরে আসতে পেরে আমি খুবই খুশি।’ এরপর হাথুরুসিংহে বলে ‘আমি সবসময়ই বাংলাদেশের মানুষদের পছন্দ করি। এজন্যই এখানে আবার ফিরে এসেছি।’
দ্বিতীয়বারের মতো জাতীয় দলের হেড কোচের দায়িত্ব নিতে আবারও বাংলাদেশে এসেছেন হাথুরুসিংহে। সোমবার রাত ১০টা ২৬ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটা ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। তিন ফরম্যাটেই হেড কোচের দায়িত্ব পালন করবেন হাথুরু। তার সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশের আসার পর মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সঙ্গে একটি হোটেলে বাকি কোচিং স্টাফদের নিয়ে আলোচনায় বসবেন হাথুরু, সেখানে থাকতে পারেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও। ২০১৪ সালে বাংলাদেশের দায়িত্ব নেন চান্দিকা হাথুরুসিংহ। ২০১৭ সালে চুক্তির মাঝপথে দক্ষিণ আফ্রিকা সফর থেকেই বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব ছেড়ে চলে গিয়েছিলেন তিনি। তার অধীনে বিশ্বকাপের কোয়ার্টার, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালসহ বেশ ভালো সাফল্য পেয়েছিল বাংলাদেশ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: