দ্বিতীয় দফার ভূমিকম্পে তুরস্কে নিহত ৩, আহত ছয় শতাধিক

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে আবারও শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে। এতে নিহত হয়েছেন তিনজন ও আহত হয়েছেন ছয় শতাধিক মানুষ। অনেকে আটকা পড়েছেন বিধ্বস্ত ভবনে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার রাতে অনুভূত হওয়া ৬.৪ মাত্রার ভূমিকম্পের খবর পাওয়া গেছে।

দ্বিতীয় দফার ভূমিকম্পে তুরস্কে নিহত ৩, আহত ছয় শতাধিক

প্র্রথম নিউজ ডেস্ক:ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে আবারও শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে। এতে নিহত হয়েছেন তিনজন ও আহত হয়েছেন ছয় শতাধিক মানুষ। অনেকে আটকা পড়েছেন বিধ্বস্ত ভবনে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার রাতে অনুভূত হওয়া ৬.৪ মাত্রার ভূমিকম্পের খবর পাওয়া গেছে। 

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সোমবার স্থানীয় সময় রাত ৮টা ৪ মিনিটে দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশে এই ভূমিকম্প হয়। এই ভূমিকম্প অনুভূত হয়েছে লেবানন ও মিসরেও। এর প্রভাব পড়েছে সিরিয়াতেও।তুরস্কের দুর্যোগ মোকাবিলা সংস্থা এএফএডি জানিয়েছে, ভূমিকম্পের পর বেশ কয়েকটি পরাঘাত অনুভূত হয়েছে। তুরস্কে যারা মারা গেছেন তারা হাতায় প্রদেশের আনতাকিয়া, দেফনে ও সামানদাগির বাসিন্দা। ভূমিকম্পের পর তুরস্ক সরকারের পক্ষ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে। ভূমিকম্পে যেসব ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোতে প্রবেশ না করতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু। এর আগে গত ৬ ফেব্রুয়ারি ভূমিকম্পে কেঁপে উঠে সিরিয়া ও তুরস্ক। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮। তারপর প্রায় ১০০ বার ‘আফটার শক’-এ কেঁপে উঠে তুরস্ক ও সিরিয়া। ভূমিকম্পে দেশ দুটির বিস্তীর্ণ এলাকা এখন শুধুই ধ্বংসস্তূপ। সব মিলিয়ে মৃতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকেই চাপা পড়ে আছেন। জাতিসংঘের তথ্য সূত্রে জানা গেছে, শুধু তুরস্কেই ভেঙে পড়েছে দুই লাখ ৬৪ হাজার বাড়ি। সিরিয়াতেও প্রায় ৫০ হাজার বাড়ি ভেঙে পড়েছে বলে অনুমান আন্তর্জাতিক ত্রাণকর্মীদের।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: