বেনাপোল বন্দরে শ্রমিকদের ২ পক্ষে সংঘর্ষে আহত ৩
আজ সোমবার দুপুরে সংঘর্ষের ঘটনায় শ্রমিকদের একটি অংশ বন্দরে মালামাল লোড-আনলোড ও পণ্য খালাস বন্ধ করে দেয়।
প্রথম নিউজ, বেনাপোল: বেনাপোল বন্দরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রমিকদের ২ পক্ষের সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ সোমবার দুপুরে সংঘর্ষের ঘটনায় শ্রমিকদের একটি অংশ বন্দরে মালামাল লোড-আনলোড ও পণ্য খালাস বন্ধ করে দেয়। এ ছাড়া আবারও সংঘর্ষের আশংকায় বন্দর এলাকায় অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। আহত শ্রমিকরা হলেন, বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু আহম্মেদ (৪৫), শ্রমিক নেতা হাসেম (৩৩) ও গোলম মোস্তফা (৩৪)।
সোমবার সকালে হঠাৎ করে বেনাপোল বন্দরের স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন ও সাবেক পৌর মেয়র আশরাফুল আলম লিটন সমর্থক শ্রমিকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ গিয়ে বন্দরের মধ্য থেকে আন্দোলনরত শ্রমিকদের বের করে দেয়। পুলিশ ও আনসার সদস্যরা বন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে। যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। বর্তমানে বন্দর এলাকায় থমথমে ভাব বিরাজ করছে।