বাদানুবাদে জড়িয়ে পড়েছেন শোয়েব আখতার ও রমিজ রাজা

দুজনের এমন বাকযুদ্ধ এখন পাকিস্তানের গণ্ডি ছাড়িয়ে বিশ্ব ক্রিকেটের আলোচনায়।

বাদানুবাদে জড়িয়ে পড়েছেন শোয়েব আখতার ও রমিজ রাজা
বাদানুবাদে জড়িয়ে পড়েছেন শোয়েব আখতার ও রমিজ রাজা

প্রথম নিউজ, খেলা ডেস্ক: জমে উঠেছে রমিজ রাজা ও শোয়েব আখতারের কথার লড়াই, ছেড়ে কথা বলছেন না কেউ। দুজনের এমন বাকযুদ্ধ এখন পাকিস্তানের গণ্ডি ছাড়িয়ে বিশ্ব ক্রিকেটের আলোচনায়। তাদের এমন কাণ্ড ক্রিকেট বিশ্বে সৃষ্টি করেছে হাস্যরসের। ঘটনার সূত্রপাত করেছিলেন শোয়েব আখতার, পাকিস্তান অধিনায়ক বাবর আজমের ইংরেজির দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেছিলেন, ইংরেজি কম জানার কারণে এখনো বড় ব্র্যান্ড হয়ে উঠতে পারেননি বাবর। সেই সাথে রমিজ রাজাকে উদ্দেশ্য করে বলেছিলে, নিজেকে প্রচারের জন্যই পিসিবি সভাপতি হয়েছিলেন রমিজ। জবাবে শোয়েব আখতারকে অশিক্ষিত বলে সম্বোধন করে রমিজ রাজা বলেন, ‘কিছু মানুষের বেশ ভুল ধারণা থাকে। এরা বিভ্রান্ত সুপারস্টার। সে সবাইকে এসবই বলতে থাকে, কামরান আকমলের সাথেও তার সমস্যা ছিল। সব সময় ব্র্যান্ড ব্র্যান্ড করতে থাকে, ব্র্যান্ড হওয়ার আগে মানুষ হওয়া জরুরি। আগে মানুষ হতে হবে, তারপর ব্র্যান্ড হওয়া যাবে।’ পাকিস্তানের ক্রিকেটের মান নিম্নমুখী হবার পেছনে ক্রিকেটারদের এমন মন্তব্যকেই দায়ী করে রমিজ বলেন, ‘আমাদের ক্রিকেট নিচে নেমে যাবার একটি কারণ হচ্ছে, এই ধরনের যে-সব সাবেক ক্রিকেটার আছেন, তারাই আমাদের ক্রিকেটকে টেনে নিচে নামান। যা আমাদের প্রতিবেশী দেশ ভারতে কখনো দেখবেন না।’

এদিকে শোয়েব আখতার পিসিবির সভাপতি হলে কয়েক শ’ সুপারস্টার বানাতেন বলে দাবি করে বলেন, ‘আমি পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান হতে চাই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক অনেক তারকা ক্রিকেটার তুলে আনতে চাই। প্রথমে লক্ষ্য থাকবে ৫০ জন তারকা ক্রিকেটার তুলে আনা, পরে সেটা বাড়িয়ে ১০০, ২০০ থেকে ২ হাজার তারকা ক্রিকেটার তুলে আনতে চাই।’ শোয়েব আখতারের এমন ইচ্ছের বিপরীতে বেশ কড়া জবাবই দিয়েছেন রমিজ। শোয়েবের শিক্ষাগত যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে তিনি বলেন, ‘সভাপতি হওয়ার জন্য ন্যূনতম স্নাতক পাস করতে হয়।’

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: