ঢাকা টেস্টে বাংলাদেশ দলে দুই পরিবর্তন

চট্টগ্রামে হারের পর ঢাকা টেস্টে কিছুটা পরিবর্তন আসবে- এটা অনেকটাই জানা কথা ছিল

 ঢাকা টেস্টে বাংলাদেশ দলে দুই পরিবর্তন
 ঢাকা টেস্টে বাংলাদেশ দলে দুই পরিবর্তন-প্রথম নিউজ

প্রথম নিউজ,  ডেস্ক : চট্টগ্রামে হারের পর ঢাকা টেস্টে কিছুটা পরিবর্তন আসবে- এটা অনেকটাই জানা কথা ছিল। তবে কাকে বাদ দিয়ে কাকে নেয়া হতে পারে সে বিষয়ে আলোচনা ছিল। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে ভারতের বিপক্ষে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।

পেসার এবাদত হোসেনের পরিবর্তে ঢাকা টেস্টের দলে নেয়া হয়েছে তাসকিন আহমেদকে এবং ইয়াসির আলী রাব্বির পরিবর্তে দলে নেয়া হয়েছে মুমিনুল হককে।

প্রথম টেস্টে রাব্বিকে ব্যাট করানো হয়েছিলো তিন নম্বরে। কিন্তু যারপরনাই ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনি। প্রথম ইনিংসে করেছিলেন ৪ রান, পরের ইনিংসে করেন ৫ রান। এ কারণেই মূলত তিন নম্বরে এখনও পর্যন্ত বাংলাদেশের সেরা ব্যাটার মুমিনুল হককে দলে ফিরিয়ে আনা হয়েছে।

অন্যদিকে এবাদত হোসেন চট্টগ্রামে প্রথম ইনিংসে ৭০ ওভার বল করে ১ উইকেট নিতে পারলেও দ্বিতীয় ইনিংসে বোলিংই করতে পারেননি।

ভারতীয় দলেও একটি পরিবর্তন আনা হয়েছে। চট্টগ্রাম টেস্টে দুই ইনিংস মিলে ৮ (৫+৩) উইকেট নেয়া কুলদিপ যাদব খেলছেন না এই ম্যাচে। তার জায়গায় খেলবেন জয়দেব উনাদকাট ।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও খালেদ আহমেদ।

ভারতীয় একাদশ

লোকেশ রাহুল (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, স্রেয়াশ আয়ার, রিশাভ পান্ত, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব ও জয়দেব উনাদকাট।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom