শ্রীলঙ্কা সিরিজের আগে কোচদের নিয়ে জরুরি বৈঠকে পাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ খেলতে আজ (রোববার) দুপুর ১২.১৫ মিনিটে ঢাকায় পৌঁছেছে লঙ্কান ক্রিকেট দল

 শ্রীলঙ্কা সিরিজের আগে কোচদের নিয়ে জরুরি বৈঠকে পাপন
শ্রীলঙ্কা সিরিজের আগে কোচদের নিয়ে জরুরি বৈঠকে পাপন-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : দরজায় কড়া নাড়ছে শ্রীলঙ্কা সিরিজ। টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ খেলতে আজ (রোববার) দুপুর ১২.১৫ মিনিটে ঢাকায় পৌঁছেছে লঙ্কান ক্রিকেট দল। সফরকারীরা যখন বাংলাদেশের মাটিতে পা রেখেছে, তখন বাংলাদেশ জাতীয় দলের কোচদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই জরুরি বৈঠকে বসেছেন পাপন। জানা গেছে, শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে কোচদের সঙ্গে আলোচনা করবেন বিসিবি প্রধান। গতকাল নিজ নিজ দেশ থেকে ফিরে এই হোটেলে আগে থেকে অবস্থান করছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো, ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স, পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, আর স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।

বৈরি আবহাওয়ার কারণে বিসিবি সভাপতি পাপনের আসতে কিছু সময় বিলম্ব হয়েছে। তিনি এসে পৌঁছান দুপুর সাড়ে ১২ টার দিকে। এ ছাড়াও বৈঠকে এসেছেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস, বোর্ড পরিচালক ইসমাইল হায়দার মল্লিক ও বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom