রশিদ খানদের ভূয়সী প্রশংসা পাক কোচের মুখে
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে তিন নম্বর দল পাকিস্তান, আফগানিস্তানের অবস্থান সাতে
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে তিন নম্বর দল পাকিস্তান, আফগানিস্তানের অবস্থান সাতে। এই সংস্করণে দুদল একবার মুখোমুখি হয়েছিল, যাতে জয় পেয়েছে পাকিস্তান।
শক্তি-সামর্থ্যে এগিয়ে থাকার পাশাপাশি টুর্নামেন্টের ফেভারিট পাকিস্তান।
এর পরও আফগানিস্তান দল নিয়ে বেশ সতর্ক পাকিস্তান দলের কোচ সাকলায়েন মুশতাক।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ আফগানিস্তাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে চায় বাবর আজমের দল।
তবে ম্যাচে রশিদ খানদের ভূয়সী প্রশংসা করলেন পাকিস্তানের কোচ সাকলায়েন মুশতাক। তার মতে, ভয়ডরহীন ক্রিকেট খেলা আফগান দলটি যে কোনো দলের জন্য হুমকিস্বরূপ।
বৃহস্পতিবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে মুশতাক বলেন, ‘আফগানিস্তান শক্তিশালী দল। আমরা কোনোভাবেই বলতে পারি না যে ম্যাচটি সহজ হবে এবং আমরা তাদের গুঁড়িয়ে দেব। বিষয়টি একেবারেই এমন নয়। তাদের বোলিং আক্রমণ অসাধারণ, বিশেষ করে স্পিনাররা। আর ব্যাটিংয়ে তারা সহজাত ক্রিকেট খেলে। তারা মাঠে নেমে কেবল নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করে। ভয়ডরহীন ক্রিকেট খেলে। আমার মনে হয়, এ ধরনের দলগুলো ভয়ঙ্কর হতে পারে।’
তবে পাকিস্তান দলও ছেড়ে দেবে না বলে জানালেন সাকলায়েন।
বললেন, ‘সব দলের বিপক্ষে একই আকাঙ্ক্ষা, একই মনোভাব, একই ধরনের মানসিকতা নিয়ে খেলতে হবে। যেভাবে বড় দলের বিপক্ষে পরিকল্পনা বাস্তবায়ন করা হয়, সেভাবেই করতে হবে। তবে আফগানিস্তান ভালো দল।’
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: