ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক খুন

শনিবার রাত ১০টার দিকে সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন সংলগ্ন প্রধান সড়কের আমগাছতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক খুন
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক খুন

প্রথম নিউজ, কক্সবাজার: কক্সবাজার শহরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মিজান (২৫) নামে এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন সংলগ্ন প্রধান সড়কের আমগাছতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত মিজান মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের খোন্দকার পাড়ার আনসার উল্লাহর ছেলে। ঘটনার সময় ইজিবাইকে থাকা মিজানের মামা মোহাম্মদ হোসেন জানান, শনিবার রাত ১০টার দিকে শহর থেকে বাস টার্মিনালের টমটমের গ্যারেজে যাওয়ার পথে আমগাছতলায় ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়।এসময় মিজান ছিনতাইকারীদের বাধা দিলে মিজানকে পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয় বলে জানিয়েছেনে কর্তব্যরত চিকিৎসক। কক্সবাজার সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার পরপরই রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান ওসি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom