ইরানে প্রকাশ্যে নেচে ১০ বছরের কারাদণ্ড

তেহরানের আজাদি টাওয়ারের সামনে জনসমক্ষে নাচেন আহমাদি ও হাকিকি।

ইরানে প্রকাশ্যে নেচে ১০ বছরের কারাদণ্ড
ইরানে প্রকাশ্যে নেচে ১০ বছরের কারাদণ্ড

প্রথম নিউজ, ডেস্ক : ইরানের রাজধানী তেহরানে প্রকাশ্যে নেচে ভাইরাল যুগলকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। মৃত্যুদণ্ড পাওয়া যুগল হলেন আমির মোহাম্মদ আহমাদি (২২) ও তার বাগদত্তা আসতিয়াজ হাকিকি (২১)। বিবিসির প্রতিবেদনে জানা যায়, তেহরানের আজাদি টাওয়ারের সামনে জনসমক্ষে নাচেন আহমাদি ও হাকিকি। পরে সেই নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে এই যুগল। এরপর ভাইরাল হয় ভিডিওটি। এরই জেরে গ্রেফতার করা হয় তাদের। এবার এই যুগলকে সাড়ে ১০ বছরের কারাদণ্ড দিলেন দেশটির একটি আদালত। 

দুর্নীতি, পতিতাবৃত্তিতে উৎসাহ দেওয়া এবং জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করতে ষড়যন্ত্র ও সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণার অভিযোগ আনা হয়েছে আহমাদি ও হাকিকির বিরুদ্ধে। এ জন্য তাদের মোট ১০ বছর কারাভোগ করতে হবে। একই সঙ্গে দুই বছর তারা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবেন না। এমনকি দেশ ছেড়ে কোথাও যেতে পারবেন না।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: