নিউজিল্যান্ডে ফাইজারের টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় একজনের মৃত্যু

প্রথম নিউজ, ডেস্ক : নিউজিল্যান্ডে ফাইজারের তৈরি করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নেওয়ার পর মায়োকার্ডাইটিসে (হৃদযন্ত্রের পেশীর বিরল প্রদাহ) ২৬ বছর বয়সী এক যুবকের প্রাণহানি ঘটেছে। সোমবার দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ ওই যুবকের মৃত্যুর কারণ হিসেবে ফাইজারের টিকার বিরল এই পার্শ্বপ্রতিক্রিয়াকে দায়ী করেছে।
এ নিয়ে ভ্যাকসিনের বিরল পার্শ্বপ্রতিক্রিয়ায় নিউজিল্যান্ডে দু’জনের প্রাণহানি ঘটল। গত আগস্টে করোনাভাইরাসের টিকা নেওয়ার পর নিউজিল্যান্ডে একজন নারী মারা গেছেন বলে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়।
এক বিবৃতিতে দেশটির কোভিড-১৯ ভ্যাকসিন নিরাপত্তা নজরদারি বোর্ড বলছে, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ওই যুবককে টিকা দেওয়ার পর সম্ভবত মায়োকার্ডাইটিস হয়েছিল বলে বোর্ড ধারণা করছে। টিকার প্রথম ডোজ নেওয়ার দুই সপ্তাহের মধ্যে মারা যাওয়া ওই যুবক শারীরিক অসুস্থতার জন্য কোনো ধরনের মেডিক্যাল পরামর্শ বা চিকিৎসা সহায়তা চাননি।
মায়োকার্ডাইটিস হলো হৃদযন্ত্রের পেশীর প্রদাহ; যা মানুষের হৃদযন্ত্রে রক্ত সরবরাহের ক্ষমতা সীমিত এবং হৃদস্পন্দনে পরিবর্তন আনতে পারে।
ফাইজারের একজন মুখপাত্র বলেছেন, নিউজিল্যান্ডে ওই মৃত্যুর ব্যাপারে কোম্পানি অবগত আছে। সম্ভাব্য সব পার্শ্বপ্রতিক্রিয়ার ঘটনা তারা পর্যালোচনা করছে। তবে টিকার পার্শ্বপ্রতিক্রিয়া বা ঝুঁকির তুলনায় এর ইতিবাচক উপকারিতা বেশি বলে তারা বিশ্বাস করেন।
তবে নিউজিল্যান্ডের ভ্যাকসিন নিরাপত্তা বোর্ড বলেছে, ফাইজারের টিকা নেওয়ার পর মায়োকার্ডাইটিসের সম্ভাব্য জটিলতায় দেশটিতে ১৩ বছরের এক শিশুসহ আরও দু’জন মারা গেছেন। তবে ভ্যাকসিনের কারণেই তাদের মৃত্যু হয়েছে এটি নিশ্চিত হওয়ার জন্য আরও বিস্তারিত তথ্য দরকার।
এছাড়া ৬০ বছর বয়সী এক ব্যক্তি টিকা নেওয়ার পর মারা গেছেন। তবে তিনি টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় মারা যাননি বলে জানিয়েছে ভ্যাকসিন নিরাপত্তা বোর্ড। বিরল পার্শ্বপ্রতিক্রিয়া সত্ত্বেও নিউজিল্যান্ডের ভ্যাকসিন সুরক্ষা বোর্ড বলেছে, টিকাদানের উপকারিতা ঝুঁকির তুলনায় অনেক বেশি।
প্রথম নিউজ, ডেস্ক : নায়ক-নায়িকা হওয়ার জন্য অনেক কিছুই শিখতে হয়, পারতে হয়। নাচ, মারামারি থেকে শুরু করে গাড়ি, বাইক চালানো কিংবা খেলাধুলা; আরও কত কী। জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহিও অনেক কিছুতে দক্ষ। কিন্তু একটি খেলা একেবারেই পারেন না তিনি। সেটা হলো ব্যাডমিন্টন।
শীতকাল আসার সঙ্গে সঙ্গে চারদিকে ব্যাডমিন্টন খেলা শুরু হয়েছে। পাড়ায় পাড়ায় কোট তৈরি করে তরুণ-যুবকেরা মেতে উঠছে এই খেলায়। কিন্তু রাতের বেলায় কর্ক চোখে দেখেন না বিধায় মাহিয়া মাহি খেলতে পারছেন না।
পরপর দুইদিন রাতে ফেসবুক লাইভে এসেছেন মাহিয়া মাহি। তাতে দেখা গেল, তার স্বামী রাকিব সরকার বন্ধুদের সঙ্গে ব্যাডমিন্টন খেলছেন। ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘আমি কর্ক চোখে দেখি না, তাই খেলতে পারি না।’
গত ১৮ ডিসেম্বর রাতে প্রথম লাইভ করেন মাহি। সেই ভিডিওর কমেন্টে আবার স্বামীর সঙ্গে দুষ্টুমি করতেও দেখা যায় তাকে। তার স্বামী রাকিব মন্তব্য করেন, ‘আমরা জিতেছি’। বিপরীতে মাহি লেখেন, ‘কে জানি বলল, তুমি দুই পয়েন্ট চুরি করেছো!’
স্বামীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই খুনসুটি করেন মাহি। কখনো আবার গানের ছন্দে বিনিময় করেন ভালোবাসা। ভক্তরাও এসব দেখে আনন্দ পান।
এদিকে সম্প্রতি মাহিয়া মাহি ও রাকিব সরকার মক্কা থেকে ওমরাহ করে এসেছেন। দেশে ফিরে ‘কাগজের বউ’ নামের একটি ওয়েব ফিল্মে শুটিং করার কথা ছিল মাহির। তবে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন। এরপর তার পরিবর্তে ওই সিনেমায় নেওয়া হয়েছে নায়িকা পরীমণিকে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: