অস্কার মঞ্চে দীপিকা

বৃহস্পতিবার রাতে প্রকাশ হয়েছে ২০২৩ সালের অস্কার বিতরণকারীদের নাম।

অস্কার মঞ্চে দীপিকা
অস্কার মঞ্চে দীপিকা

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কাজ করেছেন হলিউডেও। এবার অস্কার মঞ্চ থেকে ডাক এল নায়িকার। বৃহস্পতিবার রাতে প্রকাশ হয়েছে ২০২৩ সালের অস্কার বিতরণকারীদের নাম। সেই তালিকায় একমাত্র ভারতীয় হিসাবে ডাক পেলেন অভিনেত্রী। প্রথম ভারতীয় হিসাবে কয়েক মাস আগেই ফিফা বিশ্বকাপের ট্রফি উদ্বোধন করেছিলেন তিনি। এ বার উড়ে যাবেন অস্কারের গৌরব আনতে। ৯৫তম অ্যাকাডেমি পুরস্কার ঘোষিত হতে চলেছে আগামী ১২ মার্চ। মনোনীত সিনেমা এবং সেগুলির কলাকুশলীকে পুরস্কৃত করার জন্য অস্কার মঞ্চে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের তারকারা। এমিলি ব্লান্ট, স্যামুয়েল এল জ্যাকসন, ডয়েন জনসন, মাইকেল জর্ডন প্রমুখের সঙ্গে সেখানেই নাম ঝলমল করছে বলিউড তারকা দীপিকার।

সমাজমাধ্যমে সেই তালিকা ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। তার পরই শুভেচ্ছাবার্তার বন্যা। করতালির ইমোজিতে নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন দীপিকার স্বামী রণবীর। প্রশংসায় ভরিয়ে দিলেন সতীর্থরাও। ভারতীয় হিসাবে দীপিকা এই প্রথম নন, এর আগে গতবছর প্রিয়াংকা চোপড়া গিয়েছিলেন অস্কার বিতরণে। তবে এ বছর ভারতের জন্য অনেকখানি রোমাঞ্চ অপেক্ষা করে আছে। অস্কার দৌড়ে এগিয়ে আছে ভারতের তিন ছবি। এস এস রাজামৌলির ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গানটি সেরা মৌলিক গানের বিভাগে মনোনীত হয়েছে। সেটি ছাড়াও দু’টি ভারতীয় তথ্যচিত্র রয়েছে মনোনয়নের তালিকায়। একটি হল বাঙালি ছাত্র শৌনক সেন পরিচালিত ‘অল দ্যাট ব্রিদস’ এবং অন্যটি কার্তিকি গোন্সালভেস পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’।

 Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: