কাহানি’র রহস্য প্রকাশ করলেন আমির খান

কাহানি’র রহস্য প্রকাশ করলেন আমির খান
কাহানি’র রহস্য প্রকাশ করলেন আমির খান-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : আমির খান অবশেষে উন্মোচন করলেন ‘কাহানি’র রহস্য। যা গত সপ্তাহে তৈরি করেছিলেন আমির। তিনি ব্যাট হাতে ক্রিকেট প্র্যাকটিস করে রহস্য জন্ম দিয়েছিলেন।

আজ বৃহস্পতিবার, ২৯ এপ্রিল একটি রেডিও শোতে অভিনেতা বহুল প্রত্যাশিত সিনেমা ‘লাল সিং চাড্ডা’র প্রথম গান উন্মোচন করেন। যার নাম ‘কাহানি’।

অদ্বৈত চন্দন পরিচালিত সিনেমাটি টম হ্যাঙ্কস অভিনীত হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’র রিমেক।

আমির জানান, এবার ভিজ্যুয়াল ছাড়াই ‘লাল সিং চাড্ডা’র সমস্ত গান প্রকাশ করবেন। ‘গানগুলোই চলচ্চিত্রের প্রাণ’ বলেও মন্তব্য করেন তিনি।

কবে গানগুলো ভিডিও আকারে আসবে সে বিষয়ে কিছু বলেননি তিনি। আপাতত দর্শকদের অডিও ফর্ম্যাটে সিনেমার গানগুলো উপভোগ করতে বললেন তিনি।

‘কাহানি’ গানটি গেয়েছেন মোহন কানন। এর কম্পোজ করেছেন প্রীতম এবং লিখেছেন অমিতাভ ভট্টাচার্য।

বলিউড হাঙ্গামাকে আমির জানান, ‘আমি সত্যিই বিশ্বাস করি যে ‘লাল সিং চাড্ডা’র গানগুললো হল সিনেমার প্রাণ এবং এই অ্যালবামে আমার ক্যারিয়ারের সেরা কিছু গান রয়েছে। প্রীতম, অমিতাভ, গায়করা দারুণ কাজ করেছেন। আশা করি ভক্তদের ভালো লাগবে। আমি ভক্তদের প্রতিক্রিয়া দেখার জন্য অপেক্ষায় আছি।’

‘লাল সিং চাড্ডা’ ছবিটি ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom