মুন্সীগঞ্জ ও গাজীপুরে খালেদা জিয়ার মুক্তি দাবিতে অনশন

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে শনিবার বিভিন্ন স্থানে অনশন কর্মসূচি পালন করেছে বিএনপি।

মুন্সীগঞ্জ ও গাজীপুরে খালেদা জিয়ার মুক্তি দাবিতে অনশন

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে শনিবার বিভিন্ন স্থানে অনশন কর্মসূচি পালন করেছে বিএনপি। প্রতিনিধিরা জানান, মুন্সীগঞ্জে অনশনে জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন। বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, পৌর বিএনপির আহ্বায়ক একেএম ইরাদত মানু, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুব উল আলম স্বপন, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান, সম্পাদক আব্দুল মতিন, সদর উপজেলা বিএনপির সম্পাদক সাইদুর রহমান ফকির, টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সম্পাদক আমির হোসেন দোলন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মুন্না, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজী ভিপি মোহন, সম্পাদক সিদ্দিকউল্লাহ, জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাশেম, সম্পাদক জাহিদুর রহমান জামাল, জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম।

গাজীপুরে অনশনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি একেএম ফজলুল হক মিলন। এ সময় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার। জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন-বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. রফিকুল ইসলাম বাচ্চু, কাজী সাইয়েদ্যুল আলম বাবুল, বিএনপি নেতা ডা. সফিকুল ইসলাম, আফজাল হোসেন কায়সার, হুমায়ুন মাস্টার, অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন, ড. শহিদউজ্জামান, রাকিব উদ্দিন সরকার পাপ্পু।