মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওসমান বিশ্বাস (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
প্রথম নিউজ, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওসমান বিশ্বাস (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ধর্ষণের শিকার ওই মাদ্রাসাছাত্রীর মা থানায় লিখিত অভিযোগ করেন। গ্রেফতারকৃত ওসমান বিশ্বাস উপজেলার বান্ধাবাড়ি গ্রামের সাইফুর রহমান বিশ্বাসের ছেলে। অভিযোগে জানা যায়, ধর্ষণের শিকার ওই মাদ্রাসাছাত্রী এবং ওসমান বিশ্বাস একই গ্রামের বাসিন্দা। শনিবার দিবাগত রাতে ওসমান বিশ্বাস কৌশলে ঘরে ঢুকে ওই মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ করে। এ সময় ওই মাদ্রাসাছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ওসমান বিশ্বাসকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
এ বিষয় কোটালীপাড়া থানার এসআই কাজী আজাদ বলেন, গ্রেফতারকৃত ওসমান বিশ্বাসকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ধর্ষণের শিকার ওই মাদ্রাসাছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: