প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় যুবক আটক
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে

প্রথম নিউজ, পটুয়াখালী: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানোর অভিযোগে মহিউদ্দিন বয়াতী (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের স্লুইস বাজার থেকে তাকে আটক করা হয়। আটক মহিউদ্দিন ওই ইউনিয়নের পূর্ব চরমোন্তাজ গ্রামের হালেম বয়াতীর ছেলে। পেশায় ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক সে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, টিকটকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে নিজের ফেসুবকে ছড়ানোর অভিযোগ মোটরসাইকেল চালক মহিউদ্দিনের বিরুদ্ধে।
এ কারণে শুক্রবার রাতে চরমোন্তাজ স্লুইস বাজার থেকে তাকে ধরে পুলিশে সোপর্দ করে যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মাদ মিজান জানান, প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়ার অভিযোগে যুবলীগ-ছাত্রলীগ তাকে (মহিউদ্দিন) আটক করে আমাদের কাছে দিয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: