বাঘাইছড়িতে দু’পক্ষের গোলাগুলিতে নিহত ২
রাঙ্গামাটির বাঘাইছড়িতে অস্ত্রধারী দু’পক্ষের গোলাগুলিতে পাহাড়ের দুই আঞ্চলিক দলের দু’জন নিহত হয়েছে।
প্রথম নিউজ, রাঙ্গামাটি : রাঙ্গামাটির বাঘাইছড়িতে অস্ত্রধারী দু’পক্ষের গোলাগুলিতে পাহাড়ের দুই আঞ্চলিক দলের দু’জন নিহত হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রূপকারী ইউনিয়নের দু’কিলো নামক স্থানে এ সংঘর্ষ হয়। নিহতরা হলেন ইউপিডিএফ (গণতান্ত্রিক) কর্মী জানং চাকমা (৩৮)। অপরজন জেএসএস মূল দলের মণি ময় চাকমা (৩৫)। এ ঘটনায় আহত হয়েছেন মো: মনু নামের এক যুবক। তার পায়ে দু’টি গুলি লাগে। তাকে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে রূপকারী ইউনিয়নের দু’কিলো নামক এলাকায় ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা দোকানে বসে চা পান করছিল। এসময় অস্ত্রধারী অপর এক পক্ষের সদস্যরা এসে অতর্কিত হামলা চালালে ঘটনাস্থলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের দু’জন ঘটনাস্থলে মারা যায়।
জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষটি হয়েছে।বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেছেন। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: