প্রেমে ব্যর্থ হয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
প্রেমের সর্ম্পক মেনে না নেওয়ায় গলায় ফাঁস দিয়ে বান্দরবানের আলীকদমের চিনারীর বাজার এলাকায় জোবাইর (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

প্রথম নিউজ, বান্দরবান : প্রেমের সর্ম্পক মেনে না নেওয়ায় গলায় ফাঁস দিয়ে বান্দরবানের আলীকদমের চিনারীর বাজার এলাকায় জোবাইর (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার ভোরে আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের সোনাইছড়ি চিনারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জোবাইর ওই এলাকার নুরুল ইসলামের ছেলে। স্বজনরা জানান, এক মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল জোবাইরের। পরিবার সেই সর্ম্পক মেনে না নেওয়ায় অভিমান করে আত্মহত্যা করে। সোমবার সকালে জোবাইরের রুম থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির উদ্দিন সরকার বলেন, প্রেমঘটিত কারণে ছেলেটি আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: