ফুলবাড়িয়ায় রেস্টুরেন্ট মালিক সমিতির সাধারণ সভা
আমরা যারা হোটেল রেস্টুরেন্টে ব্যবসা-বাণিজ্য করি, আমাদের সবাইকে ব্যবসায়ী মনস্ক হওয়া দরকার। গ্রাহকদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
প্রথম নিউজ, ফুলবাড়িয়া(ময়মনসিংহ) প্রতিনিধি: বুধবার (১৭ মে) রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসদরে কুটুমবাড়ী কনভেনশন সেন্টার রেস্টুরেন্ট মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রেস্টুরেন্ট মালিক সমিতির নেতৃবৃন্দ কুটুমবাড়ী কনফারেন্স হলে উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রকৌশলী মো: বজলুর রহমান (মিন্টু)। এসময় বক্তব্য রাখেন হোটেল মালিক সমিতির কোষাধ্যক্ষ জামাল উদ্দিন শিকদার, শ্রী গৌরাঙ্গ, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
নেতৃবৃন্দ বক্তব্য বলেন, আমরা যারা হোটেল রেস্টুরেন্টে ব্যবসা-বাণিজ্য করি, আমাদের সবাইকে ব্যবসায়ী মনস্ক হওয়া দরকার। গ্রাহকদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রতিষ্ঠানের বদনাম হয় এমন কোন আচরণ করা যাবে না। খাবারের দাম, মানের পাশাপাশি আচরণ ও পরিবেশ ঠিক রাখতে হবে। হোটেল রেস্টুরেন্টে কোন নোংরা পরিবেশ রাখা যাবে না। হোটেল বয়দের পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। হোটেল শ্রমিকের যেকোন সমস্যা সমাধান করা আমরা মালিকরা চেষ্টা করবো। যেকোনো সমস্যা আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।