শ্রীপুরে পুকুরের ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

বৃহস্পতিবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। 

শ্রীপুরে পুকুরের ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

প্রথম নিউজ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, গাজীপুরের শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে জাহিদ (১২) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদ হাসান (১২) ময়মনসিংহ জেলার পাগলা থানার পাইথল গ্রামের তাজ উদ্দিনের ছেলে। তার বাবা টেপিরবাড়ী এলাকায় ভাড়া থেকে অটো রিক্সা চালাতো। জাহিদ মুলাইদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।

নিহতের স্বজনদের বরাত দিয়ে রুহুল আমিন জানান, দুপুরে জাহিদ ও তার দুই বন্ধু পুকুরে গোসল করতে যায়। এ সময় জাহিদ ডুব দিয়ে পুকুরের পানির গভীরে তলিয়ে যায়। দীর্ঘ সময়েও জাহিদকে পানি থেকে উঠতে না দেখে বাড়িতে এসে খবর দেয়। পরে স্থানীয়রা মাছ ধরার জাল ফেলে তাকে পানি থেকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, স্থানীয় মাইজুল বেপারী বন বিভাগের প্রায় ১ একর জমি দখলে নিয়ে রাতে আধারে মাটি কেটে বিক্রি করে প্রায় ৪০ ফুট গভীর পুকুর তৈরী করেছে। এই পুকুরে এর আগেও আরও তিনজন পানিতে ডুবে মারা গেছেন। আশপাশের মানুষজন বাধা দিয়েও পুকুর কাটা বন্ধ করাতে পারেনি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, এ বিষয়ে আমাদের কেউ অবহিত করেনি। খোজ খবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।