ধর্ষণে বাধা দেয়ায় তরুণীকে জীবন্ত পুড়িয়ে হত্যা
চার ব্যর্থ ধর্ষক তরুণীর দেহে আগুন ধরিয়ে দেয়।
প্রথম নিউজ, আন্তর্জাতিক ডেস্ক : বিবাহিতা তেইশ বছরের তরুণী চার ধর্ষণকারীকে বাধা দিয়েছিলেন। চার ব্যর্থ ধর্ষক তরুণীর দেহে আগুন ধরিয়ে দেয়। সত্তর শতাংশ বার্ন নিয়ে তরুণীর মৃত্যু হয় রোববার সকালে। চারজনের মধ্যে তিনজনই তরুণীর আত্মীয় বলে জানা গেছে। হাজারীবাগের এসপি রতন বলেন, তরুণীর স্বামীর বয়ান এও অসঙ্গতি পাওয়া যাচ্ছে। এটি তাঁর চতুর্থ বিবাহ। আগের তিন স্ত্রীরই মৃত্যু হয়েছে। গত ৭ই জানুয়ারি তেইশ বছরের তরুণীকে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। তরুণী প্রাণপণে বাধা দিলে দুষ্কৃতিরা পালিয়ে যায়। কিন্তু যাওয়ার আগে তারা তরুণীকে জ্বালিয়ে দেয়।
রোববার তরুণীর মৃত্যু হতেই গোটা ঝাড়খণ্ড নড়ে বসে। জায়গায় জায়গায় বিক্ষোভ হয়। শুরু হয় নেতাদের বিবৃতি দেয়াও। ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী ঘটনার সর্বোচ্চ তদন্তের নির্দেশ দিয়েছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: