ধর্মমন্ত্রীর মৃত্যুতে মেয়র তাপসের শোক
প্রথম নিউজ, ঢাকা : সাবেক ধর্মমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
তিনি বলেন, অধ্যক্ষ মতিউর রহমান জাতির পিতার ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। তিনি বীর মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষক ও সফল সংগঠক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সোমবার (২৮ আগস্ট) এক শোকবার্তায় মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, অধ্যক্ষ মতিউর রহমানের নির্ভীক ও সাহসিকতাপূর্ণ নেতৃত্বে ১৯৭১ সালের ১০ ডিসেম্বর ময়মনসিংহ পাকিস্তানি হানাদারদের কবল হতে মুক্ত হয়। শুধু তা-ই নয়, পঁচাত্তর পরবর্তী ঘোর অমাবস্যার মাঝে শত প্রলোভন ও নির্যাতন সত্ত্বেও তিনি বঙ্গবন্ধুর আদর্শ, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আওয়ামী লীগের রাজনীতির প্রতি আজীবন অবিচল থেকেছেন।
তিনি আরও বলেন, অধ্যক্ষ মতিউর রহমানের মৃত্যুতে দেশবাসীর ন্যায় আমিও গভীরভাবে শোকাহত। তার মৃত্যুর মধ্য দিয়ে শুধু ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ নয়, বাংলাদেশ আওয়ামী লীগের একটি গৌরবোজ্জ্বল ও সপ্রতিভ অধ্যায়ের সমাপ্তি হলো। তার মতো একজন আদর্শবাদী সংগঠকের মৃত্যু আমাদের সকলের জন্য গভীর শূন্যতা সৃষ্টি করবে। দেশমাতৃকা ও দলের জন্য তার অসীম সাহসিকতা ও গভীর আত্মত্যাগ তরুণ প্রজন্মকে দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে যুগ যুগ ধরে অনুপ্রেরণা যোগাবে। তার আত্মবিসর্জন ও ত্যাগ স্বীকারের সহজাত কর্মগুণে তিনি এদেশের গণমানুষের হৃদয়ে চির সমুজ্জ্বল হয়ে অনন্তকাল বেঁচে থাকবেন।
শোকবার্তায় মেয়র ব্যারিস্টার শেখ তাপস প্রয়াত অধ্যক্ষ মতিউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।