শিশুদের এখনই টিকা দেয়া হচ্ছে না: স্বাস্থ্য ডিজি

আল্ট্রা কোল্ড চেইনে ভ্যাকসিন সংরক্ষণ করার সক্ষমতা আছে

শিশুদের এখনই টিকা দেয়া হচ্ছে না: স্বাস্থ্য ডিজি
স্বাস্থ্য ডিজি অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম

প্রথম নিউজ, ঢাকা:  ১৮ বছরের নিচে শিশুদের ভ্যাকসিনের বিষয়টি স্পর্শকাতর হওয়ায় এই মুহূর্তে শিশুদের টিকা দেয়া হচ্ছে না। তবে শিশুদের ভ্যাকসিন প্রয়োগের জন্য কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।

আজ মঙ্গলবার  দুপুর ১২টার দিকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ভবনে ফাইজারের টিকা হস্তান্তরের সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম এসব কথা বলেন।

স্বাস্থ্যের মহাপরিচালক আরও বলেন, যে সমস্ত জায়গায় ফাইজারের টিকা দেওয়া যাচ্ছে সেসব জায়গায় আমরা ভ্যাকসিন দিচ্ছি। আল্ট্রা কোল্ড চেইনে ভ্যাকসিন সংরক্ষণ করার ন্যূনতম সক্ষমতা আমাদের আছে। আগামীতে যে কোনো ধরনের ভ্যাকসিন সংরক্ষণ করা সম্ভব হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom