আসছে কৃশ ৪, রাকেশ নয় নতুন পরিচালক চান হৃত্বিক

‘বিক্রম-বেদা’ দিয়ে লম্বা সময় পর বড় পর্দায় ফিরছেন হৃত্বিক রোশন

 আসছে কৃশ ৪, রাকেশ নয় নতুন পরিচালক চান হৃত্বিক
 আসছে কৃশ ৪, রাকেশ নয় নতুন পরিচালক চান হৃত্বিক-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : ‘বিক্রম-বেদা’ দিয়ে লম্বা সময় পর বড় পর্দায় ফিরছেন হৃত্বিক রোশন। বর্তমানে তিনি এই সিনেমার প্রচারে ব্যস্ত। এরইমধ্যে আরেকটি বড় খবর চলে এসেছে।  

ভারতের প্রথম সুপারহিরো ফ্যাঞ্চাইজি কৃশের চতুর্থ পর্ব আসছে। ইতোমধ্যে ‘কৃশ ৪’ এর চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়ে গেছে। তবে শোনা যাচ্ছে, বাবা রাকেশ রোশনকে পরিচালক হিসেবে চাইছেন না হৃত্বিক। নতুন পরিচালক খোঁজার কাজ শুরু করে ফেলেছেন ইতোমধ্যে। 

কিন্তু, কেন ‘কৃশ ৪’ এর পরিচালক হিসেবে বাবা রাকেশ রোশনের ওপর আস্থা রাখতে পারছেন না হৃত্বিক? বি-টাউনের অন্দরের গুঞ্জন, বিগত কয়েক বছরে দর্শকের চাহিদা পাল্টেছে। ‘কৃশ ৪’ পরিচালনার দায়িত্ব তাই একজন তরুণ পরিচালককে দিতে চান হৃত্বিক। 

রাকেশ রোশনের হাত ধরেই বলিউডে পা রাখেন হৃত্বিক। তারপর বেশ কিছু ছবি করেছিলেন তিনি, কিন্তু হিট হয়নি। ২০০৩ সালে ফের রাকেশের পরিচালনায় ‘কোই মিল গায়া’ সিনেমার মাধ্যমে কামব্যাক হয় তার। তারপর আসে কৃষ ফ্র্যাঞ্চাইজি। এবার আসতে চলছে কৃশ ৪।  

হৃত্বিককে পর্দায় শেষ দেখা যায় ২০১৯ সালে ওয়ার সিনেমাতে। ২০০৬ সালে মুক্তি পায় কৃশ। ২০১৩ সালে আসে কৃশ

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom