সীতাকুণ্ডে শিপইয়ার্ডে দগ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে জাহাজ কাটার সময় দগ্ধ হয়ে মো. আশরাফ মোল্লা (৬৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে দগ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে দগ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু

প্রথম নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে জাহাজ কাটার সময় দগ্ধ হয়ে মো. আশরাফ মোল্লা (৬৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে উপজেলার বার আউলিয়া তাহের শিপইয়ার্ডে এ ঘটনা ঘটে।

মো. আশরাফ মোল্লার গ্রামের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার কুমরডাঙ্গা এলাকায়। তার বাবার নাম মৃত ওসমান মোল্লা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক ঢাকা পোস্টকে বলেন, বেলা ১১টার দিকে সীতাকুণ্ড থেকে দগ্ধ এক শ্রমিককে হাসপাতালে আনা হয়। পরে তাকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। কিছুক্ষণ চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। 

নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: