লক্ষ্মীপুরে জোড়া খুন: জিহাদীসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা

মামলায় চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বশিকপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাশেম জিহাদীকে প্রধানসহ  ১৮ জনের নাম উল্লেখ করে আরো ১৪ জনকে অজ্ঞাত আসামিসহ ৩৩ জনকে আসামি করা হয়।

লক্ষ্মীপুরে জোড়া খুন: জিহাদীসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা

প্রথম নিউজ, লক্ষ্মীপুর:  যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম খুনের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাত ১টার দিকে নিহত আবদুল্লাহ আল নোমানের বড়ভাই বশিকপুর ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় এই মামলা করেন। মামলায় চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বশিকপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাশেম জিহাদীকে প্রধানসহ  ১৮ জনের নাম উল্লেখ করে আরো ১৪ জনকে অজ্ঞাত আসামিসহ ৩৩ জনকে আসামি করা হয়। ঘটনার দুইদিন অতিবাহিত হতে চলছে। অথচ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, বশিকপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাশেম জিহাদীকে প্রধান করে ৩৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। আসামিদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ। খুবই শিগগিরই জিহাদীসহ অন্য আসামিরা ধরা পড়বে বলে আশা করেন তিনি।

উল্লেখ্য, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলযোগে পোদ্দার বাজার থেকে নাগেরহাটে যাচ্ছিলেন যুবলীগ নেতা নোমান ও তার সহযোগী অপর ছাত্রলীগ নেতা রাকিব ইমাম। পশ্চিম বাজার এলাকার ব্রিজের পাশে পৌছালে অস্ত্রধারী সন্ত্রাসীরা তাদের গতিরোধ করে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে আবদুল্লাহ আল নোমান ঘটনাস্থলে মারা যায়। অপর গুরুতর আহত রাকিব ইমামকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পরে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা নেয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে সেও মারা যায়। 

বুধবার দুপুরে সদর হাসপাতালে নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্ত শেষ করা হয়। পরে বিকেল ৫টার দিকে বশিকপুর আলীয়া মাদ্রাসা মাঠে দুজনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এতে অংশ নেয় জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ।