‘রোনালদোকে ভিড়িয়ে ভুল করেছে আল নাসর’

এই শিরোনামে খবর প্রকাশ করেছে ম্যানচেস্টার ইউনাইটেডভিত্তিক গণমাধ্যম ‘ম্যানচেস্টার ইভিনিং নিউজ’।

‘রোনালদোকে ভিড়িয়ে ভুল করেছে আল নাসর’
‘রোনালদোকে ভিড়িয়ে ভুল করেছে আল নাসর’

প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: ‘সেই মূল সমস্যা- আল নাসরের হারে গোলহীন রোনালদোকে নিয়ে প্রতিক্রিয়া জানালেন ম্যানইউ ভক্ত’- এই শিরোনামে খবর প্রকাশ করেছে ম্যানচেস্টার ইউনাইটেডভিত্তিক গণমাধ্যম ‘ম্যানচেস্টার ইভিনিং নিউজ’। ঘটনা কী? ক্রিস্টিয়ানো রোনালদোর নিষ্প্রভতায় সৌদি সুপারকাপের সেমিফাইনাল থেকে বাদ পড়েছে আল নাসর এফসি। বৃহস্পতিবার রাতে কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আল ইত্তিহাদের কাছে ৩-১ গোলে পরাজিত হয় রুডি গার্সিয়ার দল। আল নাসরের হারে রোনালদোকে সম্পূর্ণ দোষ দিচ্ছেন ম্যানইউ সমর্থকরা। ফাইনালের লড়াইয়ে ম্যাচের ১৫তম মিনিটেই এগিয়ে যায় আল ইত্তিহাদ। আব্দুলরহমান আলওবুদের পাসে গোলটি করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোমানরিনহো। ৪৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইত্তিহাদের মরোক্কান স্ট্রাইকার আব্দুর রাজ্জাক হামদাল্লাহ। ৬৭তম মিনিটে একটি গোল শোধ করেন নাসরের ব্রাজিলিয়ান মিডফিল্ডার তালিসকা। এরপর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে স্কোরলাইন ৩-১ করেন ইত্তিহাদের অ্যারাবিয়ান ডিফেন্ডার মোহান্নাদ আল শানকেতি। গোটা ম্যাচে মাত্র ৪৪ বার পায়ে বল পান আল নাসর এফসির পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। লক্ষ্যে শট নিতে পারেন মাত্র একটি।ম্যাচজুড়ে বল হারান মোট ১২ বার।

আল নাসর এফসির হয়ে ইতোমধ্যে দুই ম্যাচ খেলে ফেললেন রোনালদো। কোনো ম্যাচেই জালের দেখা পাননি। রাখতে পারেননি তেমন অবদান। তবে কি রোনালদোর দলের ভারসাম্য নষ্ট করছেন? আল নাসরের হারের পর ডিভাইন এজেহ নামের এক ম্যানইউ সমর্থক নিজের টুইটার হ্যান্ডেল থেকে লিখেন, ‘যে কোনো দলে রোনালদোর উপস্থিতি বাজে প্রভাব ফেলবে। তাকে সই করিয়ে আল নাসর বড় ভুল করেছে।’ একজন লিখেছেন, ‘সৌদি লীগে ভুতুড়ে আচরণ করছেন রোনালদো।’ আরেকজন তো রোনালদো অধ্যায়ের ইতি টেনে দিয়েছেন। টুইটারে লিখেছেন, ‘সে ফুরিয়ে গেছে।’ আগামী ২৯শে জানুয়ারি সৌদি সুপারকাপের ফাইনালে আল ফেইহার মুখোমুখি হবে আল ইত্তিহাদ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: