বাংলার গায়েন ‘ইউএসএ’র চ্যাম্পিয়ন সবুজ

জাঁকজমক আয়োজনে অনুষ্ঠিত হলো আরটিভির সংগীত রিয়েলিটি শো ‘বাংলার গায়েন ইউএসএ’র গ্র্যান্ড ফিনালে

 বাংলার গায়েন ‘ইউএসএ’র চ্যাম্পিয়ন সবুজ
 বাংলার গায়েন ‘ইউএসএ’র চ্যাম্পিয়ন সবুজ-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : জাঁকজমক আয়োজনে অনুষ্ঠিত হলো আরটিভির সংগীত রিয়েলিটি শো ‘বাংলার গায়েন ইউএসএ’র গ্র্যান্ড ফিনালে। এতে চ্যাম্পিয়ন হয়েছেন নিউয়র্কের খায়রুল ইসলাম সবুজ।

রাজধানীর বেঙ্গল মাল্টিমিডিয়া ষ্টুডিওতে চ্যাম্পিয়নের হাতে পুরস্কার ক্রেস্ট ও চেক তুলে দেন কৃষিমন্ত্রী ডক্টর আবদুর রাজ্জাকসহ বিচারক মণ্ডলী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

গত মার্চ মাসে যুক্তরাষ্ট্রে অডিশনের মাধ্যমে ৩শর বেশি প্রতিযোগীর মধ্য ১১ জনকে বাছাই করা হয়। যুক্তরাষ্ট্রে বসবাসরত তরুণ শিল্পীদের সঙ্গে বাংলাদেশের যোগসূত্র স্থাপন করতেই এই আয়োজন। নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি, দেশ ও মাটির সুর ছড়িয়ে দেয়ার প্রয়াসে ঢাকায় চলে কয়েক রাউন্ডের প্রতিযোগীতা।

প্রতিযোগিতায় প্রথম রানার আপ হন চন্দ্রা রায়, দ্বিতীয় রানারআপ হন যৌথভাবে আলভান চৌধুরী এবং বাফেলোর নাজিয়া রহমান। চূড়ান্তভাবে মনোনীত ১১ প্রতিযোগী এদিন সুরের জাদুতে তাদের প্রতিভার সাক্ষর রাখেন। বিচারক হিসেবে ছিলেন সংগীত পরিচালক শওকত আলী ইমন, ইমন সাহা এবং কণ্ঠশিল্পী আঁখি আলমগীর।

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ডক্টর আবদুর রাজ্জাক বলেন, ‘বাংলার গায়েন ইউএস অনুষ্ঠান বাংলার লোকসংগীতের সঙ্গে প্রবাসী তরুণ প্রজন্মর মেলবন্ধন তৈরি করবে। তারা প্রবাসে থেকেও বাংলা গানের চর্চা করে, বাংলা গানকে এত সুন্দরভাবে উপস্থাপন করলো তা দেখে সত্যি খুব ভালো লাগছে। আরটিভিকে ধন্যবাদ এত সুন্দর আয়োজনের জন্য।’

এ সময় আরটিভির চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের সহকারী মুখপাত্র ব্রায়ান শিলা, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান এবং সংগীত জগতের তারকারা উপস্থিত ছিলেন। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) পর্বটি প্রচারিত হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom