নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ
টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংস শেষে বাংলাদেশকে ১৯০ রানের লক্ষ্য দেয় কিউই নারীরা। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১১৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশের নারীরা।
প্রথম নিউজ, খেলা ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনে ব্যর্থ বাংলাদেশ নারী দল। ৫টি বিশ্ব আসরে খেলে এখন পর্যন্ত একটি ম্যাচেও জিততে পারেনি তারা। এবারের বিশ্বকাপেও প্রথম তিন ম্যাচে জয়ের মুখ দেনেনি নিগার সুলতানারা। উল্টো প্রথম দল হিসেবে বিশ্বকাপ বিদায়ের লজ্জায় পড়েছে টাইগ্রেস দল। কেপ টাউনে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৭১ রানে হেরেছে বাংলাদেশ। ব্যাট হাতে ৮১ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন সুজি বেটস। টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংস শেষে বাংলাদেশকে ১৯০ রানের লক্ষ্য দেয় কিউই নারীরা। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১১৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশের নারীরা।
শুরু থেকেই রানের লাগাম টানতে পারেনি বাংলাদেশের নারীরা। অবশ্য খুব একটা সুযোগও দেননি নিউজিল্যান্ডের ওপেনাররা। দুই ওপেনার মিলে ৭৭ রানের জুটি গড়ে উড়ন্ত সূচনা এনে দেন কিউইদের। ৪৪ রান করা বার্নাডাইনকে ফেরান স্বর্ণা আক্তার। ১৩ রান করে ফেরেন অ্যামেলিয়া কর। সোফিয়া ডিভাইন ফেরেন প্রথম বলেই।
তবে একপ্রান্ত আগলে রেখে ব্যাটিং করে গেছেন কর। ৬১ বলে খেলেছেন ৮১ রানের অনবদ্য ইনিংস। আর ঝোড়ো ব্যাটিংয়ে শেষদিকে তাকে সঙ্গ দিয়েছেন ম্যাডি গ্রিন। এই অলরাউন্ডারের ব্যাট থেকে এসেছে ২০ বলে ৪৪ রান। তাতে ১৮৯ রানের বিশাল সংগ্রহ পেয়ে যায় কিউইরা।
ব্যাট করতে নেমে কখনোই ম্যাচের প্রয়োজন অনুযায়ী ব্যাট করতে পারেনি বাংলাদেশের নারীরা। উল্টো নিয়মিত বিরতিতে উইকেট হারানোর রোগ তো ছিলই। আগের দুই ম্যাচে ব্যাট হাতে দাপট দেখানো নিগার সুলতানা আজ ফিরেছেন ৮ রানে। একাই লড়েছেন স্বর্ণা আক্তার। ২২ বলে ৩১ রানে তিনি ফেরার পর ৮ উইকেটে ১১৮ রানে থামে বাংলাদেশ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: