ঢাকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত চট্টগ্রামের
প্রথম নিউজ, ডেস্ক : ঢাকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত চট্টগ্রামের দুদিন বিরতির পর ফের মাঠে গড়াচ্ছে বিপিএল। মিরপুরে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আর ঢাকা ডমিনেটর্স।
শেরে বাংলায় টস জিতেছেন চট্টগ্রাম অধিনায়ক শুভাগতহোম চৌধুরী। প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
দুই দলই প্লে-অফের আগে বিদায় হয়ে গেছে। পয়েন্ট তালিকায় নাসির হোসেনের ঢাকা ডমিনেটর্সের অবস্থান কিছুটা ভালো। ১১ ম্যাচে ৩ জয়ে তারা পাঁচ নম্বরে। অন্যদিকে ১০ ম্যাচে ২টি জিতে তলানিতে চট্টগ্রাম।সৌম্য সরকার, আবদুল্লাহ আল মামুন, জাহিদুজ্জামান, অ্যালেক্স ব্ল্যাক, নাসির হোসেন (অধিনায়ক), আরিফুল হক, শরিফুল ইসলাম, আরাফাত সানি, মোহর শেখ, আল আমিন হোসেন, জুবায়ের হোসেন।
চট্টগ্রাম একাদশ
মেহেদি মারুফ, ইরফান শুক্কুর, উসমান খান, আফিফ হোসেন, উম্মুক্ত চাঁদ, শুভাগতহোম (অধিনায়ক), দারউইশ রসুলি, কুর্তিস ক্যাম্ফার, জিয়াউর রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, নিহাদুজ্জামান।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: