চিত্রনায়িকা মাহির স্বামীর গাড়ির শো রুমে হামলা-ভাংচুর
শুক্রবার সকাল ৬টার দিকে মাহি এক ফেসবুক লাইভে এই অভিযোগ করেন। তিনি জানান, গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পাশে রকিব সরকারের সনিরাজ কার প্যালেসে হামলার ঘটনা ঘটেছে।
প্রথম নিউজ, গাজীপুর : ঢাকাই শোবিজের চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামীর গাড়ির শোরুমে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল ৬টার দিকে মাহি এক ফেসবুক লাইভে এই অভিযোগ করেন। তিনি জানান, গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পাশে রকিব সরকারের সনিরাজ কার প্যালেসে হামলার ঘটনা ঘটেছে।
এ সময় মাহির স্বামী গাজীপুরের ব্যবসায়ী রকিব সরকার উপস্থিতি ছিলেন। মাহি ও রকিব বর্তমানে ওমরা হজ করতে সৌদি আরবে অবস্থান করছেন। শনিবার তাদের দেশে ফেরার কথা রয়েছে। মাহিয়া মাহি বলেন, ‘শুক্রবার ভোর ৫টার দিকে স্থানীয় ইসমাইল হোসেন লাদেন ও মামুন সরকারের নেতৃত্বে সনিরাজ কার প্যালেসে হামলা করা হয়। হামলাকারীরা শোরুমের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে দরজা জানালার কাঁচ, চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেছে। তারা শোরুমের সাইনবোর্ডও খুলে নিয়ে গেছে।’ টাকা লুট করার অভিযোগও করেছেন মাহি।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোল্ল্যা নজরুল ইসলাম বলেন, জরুরি পরিষেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে কাউকে পায়নি। আইনগত বিষয় প্রক্রিয়াধীন। ব্যবস্থা গ্রহণ করা হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: