কমলাপুরে খেলবে রাশিয়ার মেয়েরা
এতে অংশ নিবে স্বাগতিক বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও রাশিয়া।
প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: উয়েফার অর্থায়নে পাঁচ দলের অংশগ্রহনে সাফ অনুর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ আগামী ২০ থেকে ২৮ মার্চ বাংলাদেশে অনুষ্ঠিত হবে। এতে অংশ নিবে স্বাগতিক বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও রাশিয়া। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফ নিয়ে অভিযোগ থাকায় এর পরিবর্তে বসুন্ধরা কিংস এ্যারেনা কিংবা সিলেটে টুর্নামেন্টটি আয়োজনের কথা বলেছিলেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) কমলাপুরের এই টার্ফ নিয়ে অভিযোগ জানিয়েছিলেন সাফ অনুর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নেয়া নেপাল ও ভুটানের কোচ। তাদের একাধিক খেলোয়াড় চলতি এই টুর্নামেন্ট চলাকালে চোট পেয়ে আর খেলতে পারেননি বলে জানিয়েছিলেন।
তবে সাফ ও বাফুফে সভাপতি সালাউদ্দিন জানিয়েছেন ভিন্ন কথা। মেয়েদের বয়স ভিত্তিক আসন্ন প্রতিযোগিতাটি অন্য কোথাও আয়োজন সম্ভব নয় বলে জানান সালাউদ্দিন। সাফ অনুর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেখতে কমলাপুর স্টেডিয়ামের প্রেসবক্সে এসে গণমাধ্যমকে তিনি বলেন,‘ (কমলাপুর ছাড়া) আমাদের বিকল্প ভেন্যু নেই। কমলাপুর স্টেডিয়াম এএফসির অনুমোদিত। বসুন্ধরা কিংস এ্যারেনা পুরোপুরিভাবে তৈরি হয়নি এবং এএফসির অনুমোদন পায়নি। ঢাকার বাইরেও টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব নয়। তাই আমার কাছে কমলাপুর ছাড়া আর কোনো ভেন্যু নেই।’
সূত্র : বাসস
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: