ইসরাইলি হামলায় ২১ ফিলিস্তিনি নিহত

ইসরাইলি হামলায় ২১ ফিলিস্তিনি নিহত

প্রথম নিউজ, ডেস্ক: গাজায় ইসরাইলি আগ্রাসন চলছেই। একদিকে যুদ্ধবিরতি নিয়ে দরকষাকষি হচ্ছে, অন্যদিকে গাজায় মুহুর্মুহু হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এর মধ্যে গাজার খান ইউনিসে এক হামলায় ১৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, খান ইউনিসের আত্তার এলাকায় ইসরাইলের ওই হামলায় ১৩ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন।

ইসরাইলি আগ্রাসনের ফলে বাস্তুচ্যুত মানুষের জন্য বানানো তাঁবুতে এই হামলা চালানো হয়। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।

এছাড়া সেন্ট্রাল গাজায় একটি স্কুলে ইসরাইলি হামলায় ৮ জন প্রাণ হারিয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নুসেইরাত রিফিউজি ক্যাম্পের আল-আওদা স্কুলে হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরাইলি আগ্রাসন শুরুর পর এখন পর্যন্ত ৩৮ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৮৯ হাজারের বেশি মানুষ।