ইউক্রেনের বিরুদ্ধে কখনও জিততে পারবে না রাশিয়া, পোল্যান্ড থেকে হুঁশিয়ারি বাইডেনের

কিভ সফর সেরে পোল্যান্ড এসেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। রাজধানী ওয়ারশতে দাঁড়িয়ে রাশিয়াকে আক্রমণ করেন তিনি। বলেন, ‘‘রাশিয়ার পক্ষে ইউক্রেন জয় করা অসম্ভব।’’

ইউক্রেনের বিরুদ্ধে কখনও জিততে পারবে না রাশিয়া, পোল্যান্ড থেকে হুঁশিয়ারি বাইডেনের
ইউক্রেনের বিরুদ্ধে কখনও জিততে পারবে না রাশিয়া, পোল্যান্ড থেকে হুঁশিয়ারি বাইডেনের

প্রথম নিউজ, ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের এক বছর পূর্ণ হতে চলল। এখনও যুদ্ধ থামার নাম নেই। এই পরিস্থিতিতে রাশিয়ার জয়ের আকাঙ্খাকে তীব্র কটাক্ষ করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। কিভ সফর সেরে আমেরিকার প্রেসিডেন্ট এসেছেন পোল্যান্ডে। সেখানেই তিনি দাবি করলেন, রাশিয়ার পক্ষে ইউক্রেন জয় কার্যত অসম্ভব। পোল্যান্ডের রাজধানী ওয়ারশ-এর রয়্যাল ক্যাসলের সামনে প্রেসিডেন্ট বাইডেনকে শুনতে হাজির হয়েছিলেন কয়েক হাজার মানুষ। তাঁদের সামনে বাইডেন বলেন, ‘‘একনায়ক সাম্রাজ্যের পুনর্নির্মাণ করতে চাইছেন। কিন্তু স্বাধীনতার জন্য মানুষের ভালবাসা কখনওই হার মানে না। হিংসা দিয়ে মুক্তচিন্তার স্রোতকে আটকানো যায় না। ইউক্রেনে রাশিয়া কোনও দিন জয় পাবে না, কোনও দিন না।’’ কিভ ঘুরে আসার ২৪ ঘণ্টার মধ্যে আয়োজিত এই সভায় বাইডেন আরও বলেন, ‘‘কিভ অত্যন্ত দৃঢ়তার সঙ্গে লড়ে যাচ্ছে। গর্বিত কিভ এ ভাবেই লড়ে যাবে। মুক্তির বাতাস কিভের সর্বত্র বইছে।’’

সাম্প্রতিক কালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিয়ম করে পশ্চিমের বিভিন্ন দেশকে এই পরিস্থিতির জন্য দায়ী করেছেন। তারও জবাব দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘‘পুতিন যেমন বলছেন, গোটা পশ্চিমি বিশ্ব রাশিয়াকে আক্রমণ করার ছক কষছে, আদতে মোটেও তেমন কিছু করা হচ্ছে না। বস্তুত, পশ্চিমি বিশ্ব লক্ষ লক্ষ রুশ নাগরিককে পছন্দ করে যাঁরা শান্তিতে জীবন অতিবাহিত করতে চান। তাঁরা মোটেই আমাদের শত্রু নন।’’ পাশাপাশি ইউক্রেনের পাশে পশ্চিমি সমাজ তথা নেটো যে প্রথম থেকে রয়েছে, তা-ও আবার এক বার জোরে সঙ্গে জানিয়ে দিয়েছেন বাইডেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: