আবারো ঢাকার মঞ্চে চেখভের তিন নাটক

তিন নাটকে অভিনয় করছেন- গোলাম সারোয়ার, নমিতা দাস, শাহরিয়ার মিথুন, অনন্যা হক, সুবর্ণা সাঈদ, আশিউল ইসলাম, আখন্দ জাহিদ এবং গাজী রাকায়েত

আবারো ঢাকার মঞ্চে চেখভের তিন নাটক
আবারো ঢাকার মঞ্চে চেখভের তিন নাটক-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : বিশ্ববরেণ্য নাট্যকার আন্তন চেখভের নাটক ও চেখভকে নিয়ে তিনটি নাটকের একটি অনবদ্য সৃষ্টি দাঁড় করিয়েছেন অভিনেতা-নির্দেশক গাজী রাকায়েত। 

চারুনীড়ম থিয়েটারের ব্যানারে মঞ্চে আনা হয় প্রযোজনাটি। 

আগামী ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে রয়েছে এক টিকিটে এই তিন নাটকের প্রদর্শনী। 

‘আরশোলা’, ‘নানা রঙের দিন’ ও ‘শরতের মেঘ’ নিয়ে সাজানো হয়েছে চারুনীড়মের এ প্রয়াস। নাটকগুলোর নির্দেশনা
দিয়েছেন গাজী রাকায়েত। নাটকগুলো মূলত রাশিয়ান নাট্যকার আন্তন চেখভ সম্পর্কিত।

‘আরশোলা’ লিখেছেন টেনিসি উইলিয়ামস। অনুবাদ করেছেন নিরুপ মিত্র। এ নাটকে দেখা যাবে সংগ্রামী গল্পকার ও নাট্যকার আন্তন চেখভকে। বিখ্যাত হয়ে ওঠার আগে রাশিয়ায় যিনি অনেক কাঠখড় পুড়িয়েছেন।

‘নানা রঙের দিন’ ও ‘শরতের মেঘ’ চেখভেরই লেখা। নাটক দুটির রূপান্তর করেছেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। ‘নানা রঙের দিন’-এ একজন শিল্পীর সামাজিক মূল্যায়ন এবং ‘শরতের মেঘ’ নাটকটিতে নারী-পুরুষের চিরন্তন প্রেমের গল্প মূর্ত হয়েছে।

তিন নাটকে অভিনয় করছেন- গোলাম সারোয়ার, নমিতা দাস, শাহরিয়ার মিথুন, অনন্যা হক, সুবর্ণা সাঈদ, আশিউল ইসলাম, আখন্দ জাহিদ এবং গাজী রাকায়েত।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom