অধিকার আদায়ে জনগণ রাস্তায় নেমে এসেছে: ডা.জাহিদ
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা.এজেডএম জাহিদ হোসেন বলেছেন অধিকার আদায়ে জনগণ রাস্তায় নেমে এসেছে। গনতন্ত্র পূনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে মানুষ রাজপথে আছে। আজকে দেখতে পাচ্ছেন নবাবগঞ্জ,হাকিমপুর ও ঘোড়াঘাটে অবস্থান কর্মসুচি পালনকালে অসংখ্য সাধারণ মানুষ আমাদের অবস্থান কর্মসুচিতে যোগ দিয়েছে। দাবি আদায় ছাড়া মানুষ ঘরে ফিরে যাবে না।
প্রথম নিউজ, দিনাজপুর: বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা.এজেডএম জাহিদ হোসেন বলেছেন অধিকার আদায়ে জনগণ রাস্তায় নেমে এসেছে। গনতন্ত্র পূনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে মানুষ রাজপথে আছে। আজকে দেখতে পাচ্ছেন নবাবগঞ্জ ও ঘোড়াঘাটে অবস্থান কর্মসুচি পালনকালে অসংখ্য সাধারণ মানুষ আমাদের অবস্থান কর্মসুচিতে যোগ দিয়েছে। দাবি আদায় ছাড়া মানুষ ঘরে ফিরে যাবে না। তিনি আজ দিনাজপুরের বিভিন্ন উপজেলায় অবস্থান কর্মসুচি পালনকালে এসব কথা বলেন।
ডা. জাহিদ বলেন আওয়ামী লীগ বলেছিল ১০ টাকায় চাল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দেবে, বিনামুল্যে সার দেবে। এখন আমরা কি দেখতে পাচ্ছি চালের কেজি ৬০ থেকে ৭০ টাকা। দেশে বেকারের সংখ্যা বাড়ছেই। আওয়ামী লীগের লোকদের বেছে বেছে চাকরি দেয়া হচ্ছে। ৩শ টাকার সার এখন ১৫শ টাকায় বিক্রি হচ্ছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে দেশের মানুষ এখন দিশেহারা। তিনি আরও বলেন নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, তেল-গ্যাস-বিদ্যুতের দাম দফায় দফায় বৃদ্ধির প্রতিবাদে ও বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে সারাদেশে যে আন্দোলন চলছে সে আন্দোলনে দেশের মানুষ ব্যাপকভাবে সাড়া দিয়েছে। এবারের আন্দোলন সফল হবেই ইনশাল্লাহ। নির্দলীয় সরকার ছাড়া দেশে কোন নির্বাচন হবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি মিলবে। তারেক রহমানও বীরের বেশে দেশে ফিরে আসবেন।