বেগুন, শসা, মাছ, মাংসের দাম চড়া

রাজধানীতে পিয়াজের দাম গেলো এক সপ্তাহে আরও কমেছে

বেগুন, শসা, মাছ, মাংসের দাম চড়া
বেগুন, শসা, মাছ, মাংসের দাম চড়া

প্রথম নিউজ, ঢাকা: রাজধানীতে পিয়াজের দাম গেলো এক সপ্তাহে আরও কমেছে। খুচরা বাজারে পিয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ২৫ থেকে ৩০ টাকায়। সেইসঙ্গে কমেছে সজনের ডাটা (কেজি প্রতি ৭০ থেকে ৮০ টাকা) ও সোনালি মুরগির দাম (কেজি প্রতি ২৮০-৩১০ টাকা)। তবে চড়া দামে বিক্রি হচ্ছে বেগুন ও শসা। বেগুনের কেজি ৭০ থেকে ১০০ টাকা। শসার কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, পটলের কেজি প্রতি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, বরবটি ৬০ থেকে ৭০ টাকা, ঢেঁড়স ৫০ থেকে ৬০ টাকা। একটি লাউ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। লালশাক, পালং শাকের আঁটি ১০-১৫ টাকা।

মাছবাজার ঘুরে দেখা যায়, রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ৩০০-৪৫০ টাকায়। এক কেজি ওজনের ইলিশ মাছ এখন বিক্রি হচ্ছে ১৩০০-১৬০০ টাকায়। অন্যান্য মাছের দাম সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে। ব্রয়লার মুরগির কেজি বিক্রি করছেন ১৭০-১৭৫ টাকা। গরুর মাংস গত সপ্তাহের মতো ৬৫০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। ফার্মের মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১১০-১১৫ টাকায়। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom