ফরিদপুরে ডেঙ্গুতে নারীসহ আরও দুইজনের মৃত্যু

ফরিদপুরে ডেঙ্গুতে নারীসহ আরও দুইজনের মৃত্যু

প্রথম নিউজ, ফরিদপুর : ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১২১ জনে।

ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ফরিদপুরের সালথা উপজেলার জয়কাইল এলাকার রহিমা বেগম (৪৫) ও ঝিনাইদহের মহিষাকুন্ডু এলাকার নিতাই সরকারের ছেলে যতিন সরকার (৪৮)।

ফরিদপুরের সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৭৯ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৩৪ জন। চলতি বছরের জানুয়ারি থেকে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২১ হাজার ৩৪৫ জন। এর মধ্যে ২০ হাজার ৬৯০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ফরিদপুরের ডেঙ্গু পরিস্থিতি গত তিন মাস ধরেই খারাপ অবস্থার মধ্যে রয়েছে। প্রায় প্রতিদিনই মৃত্যুর ঘটনা ঘটছে।

তিনি আরও বলেন, ব্যক্তি সচেতনতাই পারে ডেঙ্গু প্রতিরোধ করতে। এজন্য সবাইকে সচেতন হতে হবে।