পদত্যাগ করতে যাচ্ছেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী
জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রাখট পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন
প্রথম নিউজ, ডেস্ক : জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রাখট পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তার বেশ কিছু কাজ সমালোচিত হওয়ার পরিপ্রেক্ষিতে তিনি পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
দেশটির গুরুত্বপূর্ণ কিছু জাতীয় সংবাদ মাধ্যম শুক্রবার সংবাদটি প্রচার করে।
কোন সূত্রের উদ্ধৃতি না দিয়ে ‘বিল্ড ডেইলি’ বলেছে, ল্যামব্রাখট নিজ থেকেই পদত্যাগের কথা বলেছেন। পদত্যাগের বিষয়টি চ্যান্সেলরের পক্ষ থেকে আসেনি।
পৃথকভাবে ‘সুডয়েচা ডেইলি’র খবরে বলা হয়েছে, চ্যান্সেলর ওলাফ শলৎসের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) থেকে আসা মন্ত্রী ল্যামব্রাখট আগামী সপ্তাহের দিকে পদত্যাগ করতে যাচ্ছেন।
এদিকে ‘নিউজ চ্যানেল এনটিভি’ জানিয়েছে, ৫৭ বছর বয়সি ল্যামব্রাখটের স্থলাভিষিক্তের জন্যে এসপিডিতে লোক খোঁজা হচ্ছে।
তবে বার্তা সংস্থা এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এ ধরনের বিষয় নিয়ে কথা বলতে রাজি হননি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: