নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অধিনায়ক শান্ত
প্রথম নিউজ, ক্রীড়া প্রতিবেদক: চোটের কারণে নিউজিল্যান্ড সিরিজে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। টেস্ট ফরম্যাটের সহ-অধিনায়ক লিটন দাসও ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন এ সিরিজে। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন টেস্ট সিরিজে টাইগারদের নেতৃত্ব দেবেন কে, তা নিয়ে ছিল আলোচনা। অবশেষে এই সিরিজের জন্য অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে।
আজ (শনিবার) বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, ‘লিটন দুই মাসের ছুটি চেয়েছিল, আমরা এক মাসের অনুমতি দিয়েছি। সাকিব চোটের কারণে নেই, এই অবস্থায় আসন্ন সিরিজের দুটি টেস্টে শান্ত অধিনায়ক থাকবে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু ২৮ নভেম্বর, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্টটি হবে ঢাকার মিরপুর শেরে বাংলায়, শুরু হবে ৬ ডিসেম্বর। এরপর কিউইদের মাটিতে সীমিত ওভারের সিরিজ খেলতে যাবে টাইগাররা।