দিল্লি পুলিশের ওপর আফ্রিকানদের হামলা

একটি এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়েছে আফ্রিকান দেশগুলোর প্রায় ১০০ নাগরিক

দিল্লি পুলিশের ওপর আফ্রিকানদের হামলা
দিল্লি পুলিশের ওপর আফ্রিকানদের হামলা

প্রথম নিউজ, ডেস্ক : ভারতের রাজধানী নয়া দিল্লির নেব সেরাইয়ের রাজু পার্ক নামক একটি এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়েছে আফ্রিকান দেশগুলোর প্রায় ১০০ নাগরিক। তারা ওই এলাকায় বসবাস করেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি রোববার (৮ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, নেব সেরাই এলাকায় অনেক বিদেশি বসবাস করেন যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। সেসব বিদেশিদের আটক করতে যায় দিল্লি পুলিশের মাদক বিরোধী শাখা। অভিযানে তারা তিন নাইজেরিয়ানকে আটক করেন। কিন্তু আটকৃতদের থানায় নিয়ে আসার সময় সেখানে থাকা অন্যান্য আফ্রিকানরা পুলিশের ওপর চড়াও হয়।

এনডিটিভি আরও জানিয়েছে, পুলিশকে প্রথমে ঘিরে ধরেন প্রায় ১০০ আফ্রিকান নাগরিক। পুলিশের সঙ্গে তারা ধস্তাধস্তি করতে থাকেন। এক পর্যায়ে আটক তিনজনের মধ্যে দু’জন পালিয়ে যেতে সমর্থ হন। তবে পরবর্তীতে ফিলিপ নামে ২২ বছর বয়সী একজনকে আবারও পাকড়াও করে পুলিশ।  

এরপর সেই রাজু পার্ক এলাকায় আবারও অভিযান চালাতে যায় পুলিশ। সেই অভিযানে এক নারীসহ আরও চারজনকে আটক করেন তারা। তবে আগের বারের মতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িত হয় ১৫০ থেকে ২০০ আফ্রিকান। কিন্তু পুলিশ তাদের প্রতিহত করতে সমর্থ হয় এবং আটক সবাইকে থানায় নিয়ে আসে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব বিদেশিদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের সবাইকে নিজ দেশে ফেরত পাঠানো হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom