গাজীপুরে পত্রিকাবাহী গাড়ি থামিয়ে নগদ টাকা ও পত্রিকা লুট
শনিবার সকালে মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের গাড়ির চালককে মারধর করে দুর্বৃত্তরা নগদ প্রায় ৮০ হাজার টাকা, ফেরত পত্রিকা ও মোবাইল সেট নিয়ে যায়।
প্রথম নিউজ, গাজীপুর: গাজীপুরে বিভিন্ন পত্রিকাবাহী একটি গাড়ি থামিয়ে নগদ টাকা ও পত্রিকা লুটের ঘটনা ঘটেছে। শনিবার সকালে মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের গাড়ির চালককে মারধর করে দুর্বৃত্তরা নগদ প্রায় ৮০ হাজার টাকা, ফেরত পত্রিকা ও মোবাইল সেট নিয়ে যায়। এ ঘটনায় গাড়ি চালক আব্দুল জলিল তালুকদার বাদি হয়ে শনিবার দুপুরে বাসন থানায় অভিযোগ দিয়েছেন। বাসন থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ঢাকা বিজয় নগরের অধীনে গাড়ির চালক আব্দুল জলিল তালুকদার শনিবার সকাল ৬টার দিকে মাহেন্দ্র পিকআপে সংবাদপত্র নিয়ে চান্দনা চৌরাস্তা শাহজালাল ব্যাংকের সামনে আসার পর জনৈক ইয়াকুব মিয়া, তার সহযোগী ও আব্দুল মান্নানসহ অজ্ঞাত পরিচয়ের আরও দুই-তিনজন দেশীয় অস্ত্র নিয়ে তার গাড়ির রোধ করে।
এক পর্যায়ে গাড়ি নিয়ে হাইওয়ে রোড দিয়ে ভোগড়া বাইপাস এলাকায় একটি পরিত্যক্ত মাঠে যায়। সেখানে তারা জলিল তালুকদারকে মারধর করে নগদ ৭৮ হাজার ৫৪০ টাকা, একটি মোবাইল সেট ও গাড়িতে থাকা রিটার্ন পত্রিকা যার মূল্য অনুমান ২০ হাজার টাকা জোরপূর্বক নিয়ে যায়।
পরে বিষয়টি সমিতির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দুপুরে বাসন থানায় অভিযোগ জমা দেওয়া হয়। বাসন থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, মারধর, নগদ টাকা ও পত্রিকা নিয়ে যাওয়ার ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: