রকিবুল কান্ডে বিব্রত বিসিবি!

রকিবুল কান্ডে বিব্রত বিসিবি!

প্রথম নিউজ, ক্রীড়া প্রতিবেদক: দেশের ক্রিকেটে আচমকাই বিতর্কের জন্ম দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান। খালেদ মাহমুদ সুজন ও বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহকে নিয়ে বেফাঁস মন্তব্য করে খবরের শিরোনাম হয়েছেন সাবেক এই অধিনায়ক। সম্প্রতি এই বিষয়ে রকিবুল হাসানকে তলব করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার জবাবও দিয়েছেন তিনি।

সাবেক এই অধিনায়কের এমন আচরণে কিছুটা হলেও অবাক বোর্ড। বিসিবির প্রধান ম্যাচ রেফারি হিসেবে রকিবুল হাসানের এমন মন্তব্য সহজেই মেনে নেওয়া হচ্ছেনা। তার বিরুদ্ধে বোর্ডের নিজস্ব আইনে ব্যবস্থা নেওয়া হবে, এমন আভাসও দিয়েছেন বিসিবি পরিচালক এবং আম্পায়ার্স কমিটির প্রধান ইফতেখার মিঠু। 

সাবেক অধিনায়কের ইস্যুতে ক্রিকেট বোর্ড বিব্রত কিনা এমন প্রশ্নের জবাবে পরিচালক মিঠু বলেন, 'অবশ্যই বিব্রত। আমার বিভাগ (আম্পায়ার্স কমিটি) হিসেবে অবশ্যই বিব্রত। রকিবুল ভাই আমাদের ক্রিকেট বোর্ডে চাকরি করেন। এখানে তো কিছু নিয়ম মেনে চলা দরকার। উনি যেসব মন্তব্য করেছেন, কোনো প্রমাণসাপেক্ষে তো করেননি। উনার সাথে আমার কথা হয়েছে। বলেছি- এমন মন্তব্য যাতে না করেন। উনি যেসব অভিযোগ করছেন এসবের কিন্তু কোনো ভিত্তি নেই। এমন একজন সিনিয়র, নামকরা খেলোয়াড়, উনার নিজেরও এসব মন্তব্য করা উচিৎ না।' 

ইফতেখার মিঠু জানিয়েছেন, রকিবুল হাসানের বিরুদ্ধে বোর্ডের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, কারণও দর্শাতে হবে। আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান জানান, 'ক্রিকেট বোর্ডের নিয়ম ভেঙে থাকলে... আমার বিভাগের লোক আমি, যিনি বিসিবির হয়ে চাকরি করেন। যে নিয়মে পড়বে, সেই নিয়মে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে প্রধান নির্বাহীর সাথে কথা বলেছেন। সামনেও অবশ্যই জিজ্ঞেস করা হবে। আপনি বিসিবির নিয়ম ভাঙছেন, প্রক্রিয়া অনুযায়ী শৃঙ্খলা কমিটি তাকে ডেকে জিজ্ঞেস করবে, কীসের ওপর ভিত্তি করে তিনি এসব কথা বলছেন।'

কোচ চন্ডিকা হাথুরুসিংহে ছাড়াও খালেদ মাহমুদ সুজনকে নিয়েও বিরূপ মন্তব্য করেছেন রকিবুল হাসান। এই ইস্যুতেও সরব ছিলেন মিঠু, 'আমি উনার সাথে কথা বলেছি। অবশ্যই বিব্রত। যেহেতু আমার অধীনে কাজ করেন। উনি ম্যাচ রেফারি, এর বাইরে তো উনার কথা বলা উচিৎ না। বোর্ডের আরেক কর্মী বা পরিচালকের বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন। আপনি অফিসের আরেকজন সহকর্মীকে নিয়ে এভাবে বলা তো বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে।'

উল্লেখ্য, সাম্প্রতিক এক টকশোতে অংশ নিয়ে দেশের ক্রিকেটের কোচ চন্ডিকা হাথুরুসিংহের ছেলেকে নিয়ে বিরূপ মন্তব্য করেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান। এরপর থেকেই তাকে নিয়ে ক্রিকেটপাড়ায় চলছে বিতর্ক।