১২৩ ভোট পেয়ে সভাপতি হলেন তাবিথ আউয়াল
প্রথম নিউজ, খেলা ডেস্ক: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। শনিবার সন্ধ্যা ৬টায় ভোট গ্রহণ শেষ হয়। ১৩৩ জন ডেলিগেটের মধ্যে ১২৮ ভোট পড়েছে। এর মধ্যে ১২৩ ভোট পেয়ে আগামী চারবছরের জন্য বাফুফের সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। তার প্রতিপক্ষ এ এস এম মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন মাত্র পাঁচ ভোট। ভোট গননার আধ ঘন্টার মধ্যে এই ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন, 'বাফুফে নির্বাচন ২০২৪ এর ১৩৩ জন ভোটারের মধ্যে ১২৮ ভোট পড়েছে। পাঁচজন ভোট দিতে আসেননি। এর মধ্যে ১২৩ ভোট পেয়ে আগামী চার বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন। মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন পাঁচ ভোট।'