বাফুফের ৬১ কোটি টাকার বাজেট পাশ হয়নি

শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে বার্ষিক সাধারণ সভা (এজিএম) ঘাটতি বাজেট অনুমোদনে ডেলিগেটরা আপত্তি জানান।

বাফুফের ৬১ কোটি টাকার বাজেট পাশ হয়নি

প্রথম নিউজ, খেলা ডেস্ক: ২০২৫ অর্থবছরের প্রায় ১৪ কোটি টাকার ঘাটতি নিয়ে খসরা বাজেট পাসে ব্যর্থ হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মোট ৬১ কোটি ৫২ লাখ ৮১ হাজার ৪০ টাকার বাজেট বার্ষিক সাধারণ সভায় গৃহীত হয়নি। শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে বার্ষিক সাধারণ সভা (এজিএম) ঘাটতি বাজেট অনুমোদনে ডেলিগেটরা আপত্তি জানান। পরে নির্বাচিত কমিটিকে সেটি অনুমোদনের সিদ্ধান্ত সভায় নেয়া হয়।  

বাফুফের কাউন্সিলর ও কোচ মারুফুল হক বলেন, সভায় যা হয় আরকি তেমন দিক নির্দেশনা আসে না।  ২০২৪–২৫ বাজেট সংশোধনী নেক্সট এজিএমে পাস করতে বলা হয়েছিল। ঘাটটি থাকায় এ ব্যাপারে ডেলিগেটরা বিস্তারিত জানতে চান। সভায় আগের এজিএমে ২০২৩–২৪ ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাশ হয়েছিল। যেহেতু ১৪ কোটি টাকার বাজেট ঘাটতি রয়েছে এটা যেন আরও কমানো যায়, সেটা বলা হয়েছে। 
এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাফুফের সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত ইমরুল হাসান। তিনি বলেন, বাজেট উপস্থাপন হয়েছিল। এই প্রথমবার পাস হয়নি।  এজিএমে সবাই কথা বলবে মতামত দেবে এটাই স্বাভাবিক। আগের চেয়ে পারটিসিপেশন বেশি ছিল।