জন্মদিন
মুহম্মদ আবুল হাসান
আজ জন্মেছিলাম আমি।
একা আমি নই,
জন্মেছিলাম আমি ও আমি।
দুই আমি।
দেহ।
আর আমি,আমিই।
এক অবিনশ্বর আমি।
এই যে, আমার আমি, বয়সে বাড়ি।
বুড়িয়ে যাই।
আবার আমিই ভাবনায় তরুণ সব সময়।
একদিন অবিনশ্বর আমি,
ছাড়া পাবে, আমির খাঁচা থেকে।
মুক্তই ছিলাম নাকি?
একদিন,
ঈশ্বর জানতে চেয়েছিলেন,নই কি আমি তোমার আমির প্রভু?
আমার আমি নাকি বলেছিল, হ্যা, তুমিই , তুমিই নিশ্চয়!
স্বাগত! তোমার মুক্তি!
নয়তো কিন্তু বেশি দূরে।
তারপর গন্তব্য?
ডানে কি?
তৈরি হও আমি।
শুভ জন্মদিন।